নিষেধাজ্ঞা প্রত্যাহার দিগন্ত টিভির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৪, ১৯:০৮| আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৯:২৭
অ- অ+

বন্ধ হওয়ার ১১ বছর পর ফের সম্প্রচারে ফিরছে বেসরকারি চ্যানেল দিগন্ত টেলিভিশন। দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি সৃষ্টির অভিযোগে দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) সম্প্রচারে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা, এবার তা প্রত্যাহারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় চিঠি দিয়েছে।

দিগন্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমন বলেন, তথ্য মন্ত্রণালয় আমাদের একটা চিঠি দিয়েছে যে আগের নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে। আমরা বিটিআরসিতে একটা আবেদন করব এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা ফ্রিকোয়েন্সি পেলে আমরা সম্প্রচারে যাব।

২০১৩ সালের মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পরদিন বিদ্বেষ গুজব ছড়ানো এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে দিগন্ত টেলিভিশন ইসলামিক টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

সে সময় দিগন্ত টিভির মালিক কোম্পানি দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলী। দৈনিক নয়া দিগন্তও প্রতিষ্ঠানেরই একটি প্রকাশনা।

একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। নিষেধাজ্ঞা জারির সময় তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "লাইসেন্সের শর্ত ভঙ্গ দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি সৃষ্টি করায় টেলিভিশন দুটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

দিগন্ত ইসলামিক টিভি চ্যানেল বন্ধের বিষয়ে মে তথ্যমন্ত্রী বলেছিলেন, এটা একটা সাময়িক পদক্ষেপ। হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ভয়াবহ সশস্ত্র তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনার প্রেক্ষাপটে সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/জেআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা