সভাপতি সৈয়দ শুকুর আলী শুভকে ভীতি প্রদর্শনের ঘটনায় ডিআরইউর নিন্দা

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভকে গালাগালি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
শনিবার (১০ আগস্ট) ডিআরইউ সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভকে গালাগালি ও ভয়-ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। চলমান পরিস্থিতিতে একটি পক্ষ সাংবাদিকদের ওপর হামলা ও ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে, যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। সাংবাদিকদের পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানানো হয়।
সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার দ্রুত বিচার দাবী করেন নেতৃবৃন্দ।
এদিকে পৃথক বিবৃতিতে ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. হাবিবুর রহমানের (হাবিব রহমান) ওপর হামলাকারীদের গ্রেপ্ততারের দাবি জানিয়েছেন।
সাংবাদিক হাবিবুর রহমান জানান, তিনি গত রবিবার দুপুর ১টার দিকে সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দেয় এবং গালাগাল করে। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে তাকে।
সাংবাদিক হাবিবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডিআরইউ নেতৃবৃন্দ।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এসআইএস)

মন্তব্য করুন