যে কারণে আগেভাগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সেই সূচি। নতুন সূচি অনুযায়ী ১২ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে সফরকারীরা। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নাগরিক অস্থিরতার মাঝে আগেভাগেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।
পাকিস্তান প্রস্তাব দিয়ে রেখেছিল আগেই। চলমান অস্থিরতার সময়ে আগেভাগে রাওয়ালপিন্ডিতে গিয়েই নিজেদের প্রস্তুতি নিতে পারবে টাইগার ক্রিকেটাররা– সেটা জানিয়ে দিয়েছিল পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ।
বাংলাদেশের অস্থিরতা এখনও পুরোপুরি কাটেনি। দেশের চলমান নাগরিক অস্থিরতার কারণে রাওয়ালপিন্ডিতে সমস্ত প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশ টেস্ট দলকে পাকিস্তানে যাওয়ার জন্যও সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে দেশটির ক্রিকেট বোর্ড।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 'ভ্রমণে নিষেধাজ্ঞার মাঝে অনুশীলন করাতে আমরা তাদের (বিদেশি কোচিং স্টাফ) জোর করতে পারি না। চিন্তার বিষয় হচ্ছে, শহরের বেশ কয়েকটি থানা এখনও পুরোপুরিভাবে তাদের কাজ শুরু করতে পারেনি। তাই আমরা দলটিকে আগেভাগেই পাকিস্তানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।' (ঢাকাটাইমস/১১ আগস্ট/এনবিডব্লিউ)

মন্তব্য করুন