ব্রাজিলকে কাঁদিয়ে পঞ্চমবার নারী ফুটবলের সোনা জিতলো যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১১:৩৯
অ- অ+

পারলো না ব্রাজিল। ১৬ বছর পর অলিম্পিকের ফুটবলে সোনা জয়ের হাতছানি ছিল তাদের সামনে। তবে মেয়েদের ফুটবলে সর্বোচ্চ সোনাজয়ী যুক্তরাষ্ট্রের কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়ে গেলো। এই ফাইনাল ব্রাজিলের মেয়েদের জন্য শুধু ইতিহাস গড়ারই ছিল না, ছিল প্রতিশোধেরও। কিন্তু ফের ব্যর্থ ব্রাজিল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে মেয়েদের অলিম্পিক ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল যুক্তরাষ্ট্র।

শনিবার (১০ আগস্ট) অলিম্পিকে মেয়েদের ফুটবলের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষে ম্যালোরি সোয়ানসন জয়সূচক গোলটি করেন। ফাইনাল হেরে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রাজিলকে। সেই সঙ্গে অপ্রাপ্তি নিয়েই ক্যারিয়ার শেষ করছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা।

১৯৯৬ সালে অলিম্পিকে নারী ফুটবল অন্তর্ভুক্তির পর চারবার শিরোপা জিতেছিল মার্কিন মেয়েরা। শনিবার রাতে তাদের হাতে উঠলো পঞ্চম শিরোপা। লাতিন আমেরিকার দেশটিকে আগের দুইবারই হারের তিক্ত স্বাদ দিয়েছিল আমেরিকার মেয়েরা।

ব্রাজিলের মেয়েদের সামনে ছিল মধুর প্রতিশোধ নেওয়ার হাতছানি। কিন্তু প্যারিসেও সেই প্রতিশোধ নেওয়া হলো না। পিএসজির ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে হারতে হলো মার্তাদের। এ নিয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে তিনবার উঠে তিনবারই যুক্তরাষ্ট্রের কাছে হারতে হলো ব্রাজিলকে।

ম্যাচের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছিলেন ব্রাজিলের মেয়েরা। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে আর আমেরিকাকে আটকে রাখতে পারেনি ব্রাজিল। ৫৭ মিনিটে ম্যালোরি সোয়ানসন কাঙ্ক্ষিত গোলটি এনে দেন যুক্তরাষ্ট্রকে। তার ওই গোলই সোনালি আনন্দে ভাসিয়েছে মার্কিন মেয়েদের।

২৬ বছর বয়সী সোয়ানসনের এটা ছিল আবার শততম ম্যাচ। নিজের এই অর্জনকে সোনার পদক এনে দেওয়া গোলের আনন্দে স্মরণীয় করে রাখলেন সোয়ানসন।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিএনপির রাজনীতি করায় মুক্তিযোদ্ধার নাম কেটে দেন সাবেক মন্ত্রী মোজাম্মেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা