২৪ ঘণ্টার মধ্যে কুবি রেজিস্ট্রারসহ চারজনকে পদত্যাগ করার আল্টিমেটাম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা এবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।
রবিবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নীচ তলায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম আবু রায়হান চার জনের পদত্যাগের দাবি তুলে ধরেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মইনকে ‘পলাতক ভিসি’ হিসেবে আখ্যায়িত করেন।
স্বৈরশাসক হিসেবে পরিচিতি পাওয়া শেখ হাসিনার পছন্দের কোনো ব্যক্তিকে যেমন আন্দোলনকারীরা পদে দেখতে চায় না তেমনি শেখ হাসিনার পছন্দের লোক যখন শেষ মুহূর্তে কাউকে নিয়োগ দিয়ে যায় সেটাও তারা দেখতে চান না বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
এছাড়া সারা বাংলাদেশ জুড়ে চলা ৩৬ দিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ায় তাদেরও পদত্যাগ চেয়েছেন শিক্ষক সমিতি থেকে। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন শিক্ষকদের হুমকি ও মারধরের সঙ্গে জড়িত থাকায় তাকেও অফিসার্স অ্যাসোসিয়েশনের পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে আবু রায়হান বলেন, 'আমরা উল্লিখিত চার জনের পদত্যাগ চাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।'
(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএস)