পবিপ্রবির ছাত্র বিষয়ক উপদেষ্টা হলেন ড. জিল্লুর রহমান

পবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১০:৫৪
অ- অ+

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টা (ডিএসডব্লিউ) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ল্যাংগুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান।

বৃহস্পতিবার রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। সেখানে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এতদিন ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা প্রফেসর এবিএম মাহমুদ মোর্শেদ খানকে।

নতুন দায়িত্বপ্রাপ্তি প্রসঙ্গে ড. মো. জিল্লুর রহমান বলেন, ‘ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়কে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মৌলিক সমস্যাগুলো চিহ্নিতকরণ ও তার সমাধান এবং সকল প্রকার বৈষম্য ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের অবসান ঘটানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে আমার প্রধান কাজ।’

(ঢাকাটাইমস/১২আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা