চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে আব্দুল্লাহ (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার ভোরে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা নিশীপাড়া গ্রামে বসবাস করতেন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন এবং পাকা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তারা জানান, সোমবার ভোরে আব্দুল্লাহসহ বেশ কয়েকজন গরু আনার জন্য ওয়াহেদপুর সীমান্ত দিয়ে ভারতের চাঁদনীচকে অবৈধ অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি করে। এসময় আব্দুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনাটি আজ রাতে জানাজানি হয় বলে জানান তারা।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমন ঘটনা ঘটে থাকলে খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।
(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

মন্তব্য করুন