ম্যানসিটি ছেড়ে রেকর্ড দামে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিলেন আলভারেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১২:৩৫
অ- অ+

শেষ পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ফুটবলার জুলিয়ান আলভারেজ। তার নতুন গন্তব্য লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। সোমবার (১২ আগস্ট) আলভারেজকে দলে টানল তারা। ২৪ বছর বয়সি এই আর্জেন্টাইনের জন্য মাদ্রিদের ক্লাবটি খরচ করেছে বোনাসসহ প্রায় সাড়ে ৯ কোটি ইউরো।

মূলত মোরাতার এসি মিলানে যোগ দেয়ার পর থেকেই একজন সেন্টার ফরোয়ার্ডের খোঁজে ছিল অ্যাতলেটিকো। এরই মধ্যে ভিয়ারিয়াল থেকে আলেকজান্ডার সোরলোথকে দলে টেনেছে তারা। এবার আরেক স্ট্রাইকারকে দলে নিল স্প্যানিশ ক্লাবটি।

আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ক্লাবের ইতিহাসে রেকর্ড দামেই বিক্রি করেছে ম্যানসিটি। একটি সূত্র 'ইএসপিএন'কে জানিয়েছে, আলভারেজকে অ্যাটলেটিকোতে পাঠানোর বিনিময়ে ৮২ মিলিয়ন পাউন্ড পাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ২৩১ কোটি টাকা!

২০২২ সালের জানুয়ারি আলভারেজকে ১৪ মিলিয়ন পাউন্ডে কিনেছিল ম্যানসিটি। দুই বছর পেরোতেই তারা পেলো বড় দাম।

হালান্ডের কারণে ম্যানসিটির শুরুর একাদশে জায়গা পাওয়া কঠিনই ছিল আলভারেজের জন্য। তারপরও বেঞ্চ প্লেয়ার হিসেবে নেমে দলের ট্রেবল জয়ে ভালোই অবদান রেখেছেন, করেছেন ১৭ গোল এবং পাঁচটি অ্যাসিস্ট।

গত মৌসুমে হালান্ডের চোটে আলভারেজের শুরুর একাদশে সুযোগ মিলেছিল। বেশ কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করেন। সবমিলিয়ে ৫৪ ম্যাচে ১৯ গোল করেন এই আর্জেন্টাইন।

ম্যানসিটিতে থাকা অবস্থায়ই জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জেতেন আলভারেজ। চলতি গ্রীষ্মে জিতেছেন কোপা আমেরিকার শিরোপাও।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিএনপির রাজনীতি করায় মুক্তিযোদ্ধার নাম কেটে দেন সাবেক মন্ত্রী মোজাম্মেল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা