নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, দ্রুত পরিবর্তনের পদক্ষেপ নেব: শিক্ষা উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৪, ১৪:৫২| আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৫:৪০
অ- অ+

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। অতিদ্রুত তা পরিবর্তনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে যান এই অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “বর্তমান শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতির দিক থেকে বাস্তবায়নযোগ্য নয়। নতুন শিক্ষাক্রমে থাকা শিক্ষার্থীদের সুবিধার প্রতি লক্ষ্য রেখে সবকিছুর পরিমার্জন করা হবে।”

তিনি বলেন, “বর্তমান কারিকুলামের সঙ্গে মিল রেখে আমরা অতিদ্রুত পরিবর্তনের পদক্ষেপ নিব।”

পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি বলেন, “এখানে এতদিন ধরে আমাদের বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ের শূন্য পদ পূরণ করা খুবই চ্যালেঞ্জিং। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে সব পদ দ্রুত পূরণ করতে।”

ছাত্র ও শিক্ষকদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারিত্বমুক্ত সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতা দরকার। এক দল সরিয়ে অন্য দল আসবে, সেটা চাই না।”

ওয়াহিদউদ্দিন বলেন, “অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে মানবসম্পদের উন্নয়ন না হলে দেশের উন্নতি হয় না। তাই অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব।”

(ঢাকাটাইমস/১৮আগস্ট/টিটি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের শীর্ষ আলেম আল্লামা সুলতান যওক নদভী মারা গেছেন
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
পটুয়াখালীতে কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত
হাতিরঝিলে পেশাদার মাদক কারবারিসহ ১১ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা