মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২৪, ১১:১৭
অ- অ+

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে সুইডেন চাকমা ও ঋদ্ধ চাকমাকে গ্রেপ্তার পূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকালে খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতল এলাকার ভুঁইয়া মার্কেটের সামনে সমাবেশস্থলে গিলে শেষে হয়।

একইসময় আল-আমানাহ্ সংস্থার উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় ধর্মপ্রাণ মানুষেরা।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে কটূক্তিকারী খাগড়াছড়ির পানছড়ির সুইডেন চাকমা ও ঋদ্ধ চাকমাকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমরা আশা করছি কটূক্তিকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনা হবে। আল্লাহ ও নবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন পাশেরও দাবি জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, পাহাড়ে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সকল জাতি ধর্মের মানুষ মিলেমিশে থাকতে চাই। কিন্তু কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে তাহলে আগামীতে আরও কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দেন বক্তারা।

খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মা. ইব্রাহিম খলীল আল ফরিদীর সঞ্চালনায় ও সভাপতি মা. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খাগড়াছড়ি কওমি মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মা. মহিউদ্দিন বিন সুরুজ, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মা. নুরুল করিম, তিন টহরী বাজার মসজিদের খতিব মুফতি সিরাজুল করিম, মহামুনি বাজার মসজিদের খতিব মা. জসিম উদ্দিন, বাটনাতলী ওলামা পরিষদের সভাপতি মা. মো. সিরাজুল ইসলাম, যোগ্যাছোলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি, মুফতি মাঈন উদ্দিন জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা