পাকিস্তান বধের পর এবার ভারত সফরে বাংলাদেশ  

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৯| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৫
অ- অ+

ব্যস্ত সূচি পার করছে বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করে বুধবার মধ্যরাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দেশে ফিরে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। কেননা পাকিস্তান বধের পর এবার ভারত সফরে যাবে নাজমুল শান্তর দল।

পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার ভারতের বিপক্ষেও সিরিজ জয়ের আশার কথা জানিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত।

বাংলাদেশ আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন টি-২০ ম্যাচ। সাদা বলের সিরিজ পরে হলেও এরই মধ্যে মাহমুদউল্লাহ-জাকের আলীরা মিরপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন।

স্থানীয় কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে জাকের আলি গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখন ভারত সফরের সাদা বলের সিরিজের জন্য অনুশীলন করেছি। পাকিস্তানের সঙ্গে দারুণ একটা সিরিজ জয় করেছি। এই জয় দারুণ অনুপ্রেরণা আমাদের সবার জন্য। সবাই ভালো খেলেছে। ভারতও এবার আমাদের হালকাভাবে নেবে না। তাদের বাংলাদেশের সিরিজকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছে ভারতের সাবেক ক্রিকেটাররাও।’

সব ঠিক থাকলে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা চেন্নাইয়ে যাবেন। তবে টেস্ট ও টি-২০ দলের ক্রিকেটাররা একসঙ্গে যাবেন নাকি আলাদা যাবেন তা এখনও জানা যায়নি। পাকিস্তান সিরিজ শেষ করে শান্তরা দেশে ফিরলেও দুবাই হয়ে সাকিব আল হাসান ধরেন ইংল্যান্ডের বিমান। কাউন্টি দল সারের হয়ে ৯ থেকে ১২ সেপ্টেম্বর সামারসেটের বিপক্ষে একটি ম্যাচ খেলবেন তিনি। সেখান থেকে সরাসরি দলের সঙ্গে ভারতে যোগ দেবেন তিনি।

সাকিবের মতো বিদেশি কোচিং স্টাফদের বেশির ভাগ ঢাকায় ফেরেননি। ছুটি কাটাতে নিজ দেশে গেছেন তারা। তবে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ব্যাটিং কোচ ডেভিড হেম্প দলের সঙ্গে ঢাকা ফেরেন। তারা ছুটি কাটাতে যাবেন অস্ট্রেলিয়া। ভারত সফরের আগে দলের সঙ্গে যোগ দেবেন তারা।

(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা