প্রেমিকের দেওয়া আগুনে আহত উগান্ডার সেই নারী অ্যাথলেটের মৃত্যু

চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রেমিকের ধরিয়ে দেওয়া আগুনে আহত উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা চেপতেগেই। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) মারা যান সর্বশেষ প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া এই নারী অ্যাথলেট। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে উগান্ডা অলিম্পিক কমিটি।
সংস্থাটির সভাপতি ডোনাল্ড রুকারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপতেগেইয়ের দুঃখজনক মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। তার প্রেমিক তাকে যেভাবে আক্রমণ করেছিলেন, সেটা ছিল জঘন্য। এটি একটি কাপুরুষোচিত এবং বিবেকহীন কাজ। এর জন্য আমরা এক বড় মাপের ক্রীড়াবিদকে হারালাম। তাকে কেউ ভুলবে না।’
চেপতেগেইয়ের জন্ম ও বেড়ে ওঠা উগান্ডায় হলেও থাকতেন প্রতিবেশী দেশ কেনিয়ায়। গত ১ সেপ্টেম্বর পূর্ব আফ্রিকার দেশটির ট্রান্স-এনজোইয়া কাউন্টির বাড়িতে পেট্রল ঢেলে তার শরীরে আগুন লাগিয়ে দেন প্রেমিক ডিকসন এনডিয়েমা। স্থানীয় পুলিশ জানায়, এ সময় ডিকসনও আগুনে পুড়ে আহত হন।
মোই টিচিং অ্যান্ড রেফারেল হাসপাতাল কর্তৃপক্ষ আজ বার্তা সংস্থা এএফপিকে জানায়, আগুনে চেপতেগেইয়ের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল রাত থেকে তার কোনো অঙ্গপ্রত্যঙ্গ সাড়া দিচ্ছিল না। স্থানীয় সময় আজ ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) তাকে দেখভালের দায়িত্বে থাকা এক নার্স বলেন, চেপতেগেই মারা গেছেন।
প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে ৪৪তম হয়েছিলেন চেগতেগেই।
(ঢাকাটাইমস/০৫সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন