বাবরের অধিনায়কত্ব হারানোর গুঞ্জন, যা বলছেন পিসিবি প্রধান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯
অ- অ+

সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। হারের বৃত্তে বন্দী হয়ে পড়েছে বাবর আজম। আর দলের এমন হারের পর দলের নেতৃত্ব নিয়ে যা শুরু হয়েছে, তাকে সার্কাস ছাড়া আই কীইবা বলা যায়! ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বাবর আজম। পরে আবার তাকে সাদা বলে নেতৃত্বে ফিরিয়ে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কিন্তু সাম্প্রতিক সময়ে বাবরের বাজে ফর্মের কারণে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বাবরের জায়গায় মোহাম্মদ রিজওয়ানকে নেতৃত্বভার দেয়া হতে পারে বলে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর।

বিষয়টি নিয়ে পাকিস্তানের সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন পিসিবির প্রধান মহসিন নাকভিকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উন্নয়ন কাজ কতটা এগিয়েছে, সেটা দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পিসিবিপ্রধান। সেখানেই নাকভিকে বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয়। নাকভি যা বলেছেন, তার সারমর্ম এ রকম-দল গঠন বা অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। এ বিষয়ে কোনো দায় নিতেও রাজি নেই নাকভি।

সাংবাদিকদের নাকভি বলেন, ‘আমি বিষয়টি তাদের (কোচ ও নির্বাচক) ওপর ছেড়ে দিয়েছি। ২২ সেপ্টেম্বর একটি কর্মশালা আছে। সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত। এর পরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

নাকভি এরপর নিজের দায়মুক্তির বিষয়টি আরও স্পষ্ট করে বলেন, ‘আমি জানি যে কোনো ভুল হলে আমাকেই দায় দেওয়া হবে। দল যদি ভালো না খেলে, নির্বাচকেরা যদি দল নির্বাচনে ভুল করে অথবা কোচ যদি হেরে যায়; এসবের দায় আমার ওপরই পড়বে।’

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যাট হাসেনি বাবরের। চার ইনিংসে ব্যাট করে একবারও অর্ধশতকও হাঁকাতে পারেননি তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ৩১ রানের। পাকিস্তানের হোয়াইটওয়াশ হওয়ার দায় অনেকটাই তার কাঁধেও চেপেছে তাই।

(ঢাকাটাইমস/০৮সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা