তৈরি পোশাক খাতে নাশকতা: উস্কানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নাশকতার মাধ্যমে তৈরি পোশাক খাতে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় ঢাকা টাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
পুলিশ সুপার জানান, রবিবার রাতে নেত্রকোণার কেন্দুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নেত্রকোণা জেলা পুলিশ। গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
গ্রেপ্তারকৃত হৃদয় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি কেন্দুয়া উপজেলার মাসুদুজ্জামান তাওহিদের ছেলে।
(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এলএম/কেএম)