বিপিএলের আগেই মাঠে গড়াচ্ছে নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২
অ- অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাদে আর কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই বাংলাদেশে। অনেক দিন ধরেই নতুন আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সেই পরিকল্পনা রূপ নিচ্ছে বাস্তবে। চলতি বছরের ডিসেম্বরে হতে যাওয়া বিপিএলের আগে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে বিসিবি।

বুধবার বিসিবি কার্যালয়ে এনসিএলের কোচ ও অধিনায়কদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব বলেন বোর্ডের নির্বাচক আব্দুর রাজ্জাক।

কবে নাগাদ মাঠে গড়াবে নতুন এই টি-টোয়েন্টি আসর, এমন প্রশ্নে রাজ্জাক বলেন, ‘এবারের নতুন এনসিএলে টি-টোয়েন্টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বিপিএল ছাড়া আমাদের আসলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না। এটা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএলের আগে এনসিএলের দীর্ঘ সংস্করণের পরে এই টুর্নামেন্টটা হবে।’

জাতীয় ক্রিকেট লিগ কেন কুড়ি কুড়ির সংস্করণে, তার ব্যাখ্যাও দিয়েছেন রাজ্জাক, ‘এটা কিন্তু বিপিএলের অনুশীলন ম্যাচ না। এটা আলাদা একটা টুর্নামেন্ট। এটা জাতীয় দলের কথা চিন্তা করে যাতে করে আয়োজিত হবে। যাতে আরও বেশি টি-টোয়েন্টি ফরম্যাটের খেলোয়াড় তৈরি হতে পারে, খেলাটার পদ্ধতি জানতে পারে।’

এনসিএলের নতুন লিগটি হবে সিঙ্গেল লিগ ফরম্যাটে। চার দিনের ম্যাচ যেভাবে হচ্ছে, ঠিক একই ফরম্যাটে। কবে নাগাদ টুর্নামেন্ট আয়োজন হবে, তার নির্দিষ্ট সময় জানায়নি বিসিবি।

প্রাথমিক প্রস্তাব অনুযায়ী ৮ দল নিয়ে হবে ২৯ ম্যাচের এই আসর। টুর্নামেন্টে প্রতিটি দল ম্যাচ খেলবে ৭টি করে। দুই ফাইনালিস্ট দল পাবে ৮টি করে ম্যাচ। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা করে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা