আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৪
অ- অ+

ভারতের নয়ডায় অনুষ্ঠিতব্য আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটির চতুর্থ দিনও বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির কারণে ম্যাচের প্রথম তিন দিনের খেলা আগেই পরিত্যাক্ত হয়েছিল। একই কারণে এবার চতুর্থ দিনের খেলাও পরিত্যাক্ত হলো। এখনও পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। এমনকি টসও হয়নি।

গ্রেটার নয়ডায় ড্রেনেজ ব্যবস্থা আর্দশ মানের না থাকায় মাঠ খেলার উপযোগী করতে বেশ সময় লাগে। তাই একবার বৃষ্টি হলে সারা দিনেও আর মাঠ খেলার উপযোগী করা যায় না। তৃতীয় দিনের মতো আজ চতুর্থ দিনও সকালেই হানা দেয় বৃষ্টি। আগেভাগেই তাই পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা।

দুই আম্পায়ার শরাফউদ্দৌলা এবং কুমার ধর্মসেনা এদিন আর দেরি করেননি। জানা গেছে পঞ্চম দিন নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে, অর্থাৎ সকাল আটটায় শুরু হবে ম্যাচটি। যদিও আবহাওয়া দেখে সহজেই অনুমেয়, খেলা মাঠে গড়ানো অনিশ্চিত।

এর আগে এই টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির পরিত্যক্ত হয়েছিল আগের রাতের বৃষ্টির ফলে মাঠ ভেজা থাকায়। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় মাঠের পানি শুকায়নি। টিভিতে দেখা যায় মাঠ শুকাতে মাঠ কর্মীরা ফ্যান আর কম্বল নিয়ে আসলেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।

দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেও একই ঝামেলা পোহাতে হয়। আগের রাতের বৃষ্টির কারণে মাঠ প্রায় ডুবু ডুবু অবস্থায় ছিল। এমন পরিস্থিতিতে স্থানীয় সময় সকাল ৯টায় টস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর ম্যাচ শুরুর সময় ছিল সাড়ে ৯টায়। যদিও নির্ধারিত সময়ে টস আয়োজন করা যায়নি। এমনকি শুরু করা যায়নি ম্যাচও।

এরপর বেলা ১২টায় মাঠ পরিদর্শনের সময় বেধে দেয়া হয়। বেলা ৩ টায় আরেকবার পর্যবেক্ষণের সময় দেয়া হলেও এর আগেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। তৃতীয় দিন অবশ্য সকাল সকালই পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা