দেশ এখনো শঙ্কামুক্ত নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: অধ্যাপক তানজীমউদ্দিন

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৫| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৪
অ- অ+

শেখ হাসিনা সরকারের পতন হলেও দেশ এখনো শঙ্কামুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। বলেন, ‘এখন সবাই মিলে যার যার অবস্থান থেকে দেশকে সংস্কার করতে হবে এবং দেশকে সামনে এগিয়ে নিতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

‘জুলাই স্মৃতিচারণ ও সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত সামাজিক সংগঠন ‘বিকিরণ’। ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে আরও আলোচনা করেন ঢাবি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, সমাজকর্মী ও বিশ্লেষক শেখ ফজলুল করীম মারুফ, অ্যাক্টিভিস্ট তুহিন খান, সংগঠক ও সমাজকর্মী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাসান এনাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা জুলাইয়ে ঘটে যাওয়া স্বৈরাচার হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অত্যাচারের বিভিন্ন ঘটনার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরেন। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেআইআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ধর্ম মন্ত্রণালযের অনুরোধ: অনুমতি ছাড়া হজ নয়
বার্তা না মেনে মদিনা থেকে ঢাকায় বিমান, অবতরণ করতে হলো সিলেটে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা