বাংলাদেশ বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ভারতের কঠোর অনুশীলন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪১

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আসন্ন এই টেস্ট সিরিজকে সামনে রেখে চেন্নাইয়ে রুদ্ধদ্বার অনুশীলন করেছে ভারত। পাকিস্তানে ইতিহাস গড়ে আসা বাংলাদেশকে যে আগের চেয়ে একটু হলেও বেশি সমীহ করছে ভারত সেটা আর বলার অপেক্ষা রাখে না।

প্রথম টেস্টের আগে সরফরাজ ছাড়া ১৬ সদস্যের দলের বাকি সবাই শুরু করেছেন কঠোর অনুশীলন। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয় জানাচ্ছে, অনুশীলনে নেটে ৪৫ মিনিট সময় কাটিয়েছেন কোহলি। বাকিরাও ঘাম ঝরাচ্ছেন। চেন্নাইতে ভারতের এই রুদ্ধদ্বার অনুশীলনই বলে দিচ্ছে তারা কতটা গুরুত্ব দিচ্ছে সিরিজটিকে।

শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হলেও দেশের মাটিতে গৌতম গম্ভীরের আসল অ্যাসাইনমেন্ট। সহকারী অভিষেক নায়ার, বোলিং কোচ মরনে মরকেল ও ফিল্ডিং কোচ রায়ান টেন ডেসকাটকে নিয়ে নতুন দিনের সূচনা। টিম ইন্ডিয়ার কোচিং স্টাফে জায়গা পেয়ে আবেগ আপ্লুত মরকেল।

ভারতের বোলিং কোচ মরনে মরকেল বলেন, কোচ হওয়ার কল পাবার পর বুঝতে পাঁচ মিনিট লেগেছিল। তারপর প্রথম কলটা দিয়েছিলাম বাবাকে। এমনকি আমার স্ত্রীকেও নয়, বাবার পর তাকে জানিয়েছি। সত্যি বলতে এমন একটা দলের দায়িত্ব পাওয়ার ব্যাপারটাই আলাদা।

ভারতের বোলিং কোচ আরও বলেন, ভারতীয় দলে যারা খেলে তাদের প্রতি সমর্থকদের প্রত্যাশা অনেক। আমার কাজ ক্রিকেটারদের একটা দারুণ পরিবেশ দেয়া, সহযোগিতা করা। আমার অভিজ্ঞতা বিনিময় করা।

ভারতের টার্গেট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দু’টেস্টের পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন। তারপর অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের সিরিজ। টিম ইন্ডিয়ার সমীকরণে, এ দশ ম্যাচের চারটাতে জয় ও একটাতে ড্র করলেই খেলতে পারবে ফাইনাল।

ঘরের মাঠের ৫ টেস্ট কোনভাবেই হাতছাড়া করতে চায় না ভারত। তবে তিন প্রতিপক্ষ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করছেন গৌতম গম্ভীর। কখন কাকে খেলাবেন, কাকে বিশ্রামে রাখবেন, কার বিকল্প কে? সব ঠিক করছেন হেড কোচ।

মরকেল আরও বলেন, চিপকে টাইগারদের সঙ্গে খেলবেন পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ শামি ফিরলে বুমরাহ যাবেন বিশ্রামে। ঘরের মাঠে যেকোন ম্যাচে অভিষেক হতে পারে ইয়াশ দায়াল ও আকাশ দ্বীপের। সরফরাজের পাশাপাশি লোকেশ রাহুল আর রিশাব পন্তের সঙ্গে ধ্রুব জুরেল বিকল্প।

চিপকের স্পিন নির্ভর উইকেট কিছুটা বদলে দিতে পারে ভারত। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, লাল মাটি ও ঘাসের পিচে হতে পারে চেন্নাই টেস্ট। পেসারদের বাড়তি সুবিধা দেয়া হবে অজিদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের কথা মাথায় রেখে। তবে প্রথম দিনের অনুশীলনে সাকিব, মিরাজ, অ্যাজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্রদের স্পিন খেলতেই ছিল ব্যাটারদের প্রস্তুতি।

ভারতের বোলিং কোচ আরও বলেন, পেসাররা বাড়তি সুবিধা পেলে বাংলাদেশের জন্যও ভালো হতে পারে। যদি পাকিস্তান সিরিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন হাসান মাহমুদ, নাহিদ রানা। তবে আগের অভিজ্ঞতা বলে, ভারতীয় ফাস্ট বোলারদের খেলতে হিমশিম খায় বাংলাদেশ ব্যাটাররা।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :