ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

​​​​​​​কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:২১
অ- অ+

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধের পাঁচ দিন পর আবারও ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়।

সাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে রাঙামাটিতে গত দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে পানি বাড়ছে কাপ্তাই হ্রদে।

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র সূত্র জানা গেছে, হ্রদের পানি ধারণ ক্ষমতার কাছাকাছি চলে এসেছে। বর্তমানে হ্রদে ১০৮ দশমিক ৫৩ মিন সি লেভেলে (এমএসএল) পৌঁছালে হ্রদের তীরবর্তী নিম্নাঞ্চল মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জেলার বাঘাইছড়ি, লংগদু, রাঙামাটি পৌর এলাকায় প্লাবিত হচ্ছে। এতে মানবেতর দিন কাটাচ্ছেন তীরবর্তী মানুষ।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, ‘পানির স্তর আরও বৃদ্ধি পাওয়ায় সন্ধ্যায় বাঁধের গেট খোলার বিষয়টি চিন্তাভাবনার মধ্যে ছিল। পানিবৃদ্ধি অব্যাহত থাকায় সন্ধ্যায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।’

হ্রদের পানি কমাতে গত ২৫ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় সব গেট বন্ধ করে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/কেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অকালে চুল পাকা ঠেকায়
ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল 
ভেষজ ঔষধি লাল বিট দেহে রক্ত বাড়ায়, ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
সুস্থ দেহে সুন্দর মন, জানুন নীরোগ থাকার মন্ত্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা