আসিয়ানে যুক্ত হতে বাংলাদেশের প্রস্তাবে মালয়েশিয়ার সমর্থন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৮

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থা (আসিয়ান)-এ যোগদানের জন্য বাংলাদেশের প্রস্তাবে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া।

রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক: সমৃদ্ধির দিকে যাত্রা’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানান মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।

হাইকমিশনার বলেন, ‘আসিয়ানের অধীনে ১০টি সদস্য দেশ সমমর্যাদা ধারণ করে এবং কেউ একতরফাভাবে সদস্যপদের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না। একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমি বলতে পারি, একদিন বাংলাদেশের জন্য এ দরজা খুলবে।’

আসিয়ান সদস্যপদ প্রস্তাবের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে হাশিম বাংলাদেশের সদস্যপদ লাভের আবেদনে মালয়েশিয়ার সমর্থনের ওপর জোর দেন।

হাইকমিশনার বাণিজ্য, বিনিয়োগ, শ্রম অভিবাসন, প্রযুক্তিগত ও শিল্প সহযোগিতা, মানবসম্পদ উন্নয়ন, কূটনীতি ও সাংস্কৃতিক বিনিময়ের মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের গুরুত্বও তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার। স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

আগামী দিনগুলোতে বাংরাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে শ্রোতাদের কাছ থেকে মতামত সংগ্রহের জন্য একটি মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এই আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, রাষ্ট্রদূত, হাইকমিশনার, সাবেক কূটনীতিক, উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, গবেষক, ব্যবসায়ী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিণ্ন থিঙ্ক ট্যাংক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পূজার পর ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: আইজিপি

দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার যে আশঙ্কা ছিল, তা বাস্তবে নেই: আইজিপি

ঢাকাসহ সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি আপাতত বাতিল হচ্ছে না

আনসারের পূজা নিরাপত্তা: ২৮ অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণ, ১৬ জনকে পুলিশে সোপর্দ

শান্তিতে নোবেল জয়ী জাপানি সংগঠনকে ড. ইউনূসের অভিনন্দন

ভবিষ্যতে রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ দেওয়া হবে না: উপদেষ্টা নাহিদ 

আইনশৃঙ্খলায় তৎপর পুলিশ, দুর্গাপূজা উদযাপন হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে: আইজিপি

চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছাড়াল ২০০

দেশে কেউ সংখ্যালঘু-সংখ্যাগুরু না: আসিফ নজরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :