নয়াপল্টনে বিএনপির নেতাকর্মী ও জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৮

বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মী ও জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

মঙ্গলবার দুপুরে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সরজমিনে দেখা যায়, টিকাটুলী ইত্তেফাক মোড় থেকে মতিঝিল, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগরে লোকে লোকারণ্য।

দুপুর আড়াইটার দিকে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ভরে যায় এলাকা।ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নয়াপল্টনে এসেছেন।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

সরজমিনে দেখা যায়, দুপুর ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসছে দলটির নেতাকর্মীরা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। আশপাশের এলাকার অলিগলিতে অবস্থান করছেন ঢাকা ও আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খুনী হাসিনার বিচার না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না: বিএনপি নেতা হামিদ

সোহেল রানার ইনসাফ পার্টি নিয়ে যা বলল ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’

ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: এ্যানি

এমন কিছু করা যাবে না যাতে দলের মর্যাদা ক্ষুণ্ন হয়: যুবদল সভাপতি

বোয়ালমারীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি নেতা খন্দকার নাসিরের মতবিনিময়

শেখ হাসিনার পরিণতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে: জামায়াত আমীর 

শেখ হাসিনার ১৭ বছরের সকল অপকর্মের বিচার করতে হবে: এসএম জিলানী

শনিবার বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এবি পার্টির বৈঠক

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্মী সমাবেশ সম্পন্ন

ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর ঢাকার ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতিকে অব্যাহতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :