নয়াপল্টনে বিএনপির নেতাকর্মী ও জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৮| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৫
অ- অ+

বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মী ও জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

মঙ্গলবার দুপুরে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সরজমিনে দেখা যায়, টিকাটুলী ইত্তেফাক মোড় থেকে মতিঝিল, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল, শান্তিনগরে লোকে লোকারণ্য।

দুপুর আড়াইটার দিকে দলীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ভরে যায় এলাকা।ইতোমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নয়াপল্টনে এসেছেন।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

সরজমিনে দেখা যায়, দুপুর ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আসছে দলটির নেতাকর্মীরা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। আশপাশের এলাকার অলিগলিতে অবস্থান করছেন ঢাকা ও আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/জেবি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা