‘ওদের মজা নিত দিন’, সিরিজ শুরুর আগে বাংলাদেশকে খোঁচা রোহিতের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২০

বর্তমানে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। ভক্তরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে। আর দুই দিনের অপেক্ষা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। । সদ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আসা বাংলাদেশকে সমীহ করছেন ভারতের সাবেকদের কেউ কেউ। দেশ ছাড়ার আগে জয়ের আশাবাদই ব্যক্ত করেছেন নাজমুল হোসেন শান্ত।

তবে সেসবে খুব একটা মাথা ঘামাচ্ছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুধু তাই নয়, বাংলাদেশ যে ভারতকে হারানোর কথা ভেবে আনন্দ পাচ্ছে, সেই আনন্দ তাদের নিতে বললেন ‘হিটম্যন’ ৷

আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব দলই চায় ভারতকে হারাতে৷ আমাদের হারাবে ভেবে খুশি হয় অনেকে৷ ওদেরকেও (বাংলাদেশ) খুশি হতে দিন৷ সামনে বাংলাদেশ থাকুক কিংবা অস্ট্রেলিয়া ভারতীয় দল প্রতিপক্ষ দেখে স্ট্র্যাটেজি সাজায় না ৷ বরং আমরা নিজেদের খেলাতেই বেশি মনোযোগ দিই ৷’

তিনি আরও বলেন, ‘যখন ইংল্যান্ড এসেছিল, তখন তারাও অনেক কিছু বলেছিল। কিন্তু আমরা সেদিকে খুব বেশি মনোযোগ দিইনি। প্রতিপক্ষ নিয়ে খুব একটা না ভেবে আমরা চেষ্টা করি ভালো খেলার। আমাদের জয় উপহার দিতে হবে এবং সেটাই আমাদের লক্ষ্য।’

শুধু তাই নয়৷ অনেকে ঘরের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সিরিজকে বছরশেষে অস্ট্রেলিয়া সফরের ড্রেস রিহার্সাল বলে মনে করছেন৷ রোহিত তাদের সতর্ক করে দিলেন এদিনের সাংবাদিক সম্মেলন থেকে। ভারত অধিনায়ক বলেন, ‘মোটেই বাংলাদেশ সিরিজ কোনও ড্রেস রিহার্সাল নয়৷ প্রত্যেকটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ৷ যেখানেই খেলা হোক না কেন, আমরা এই টেস্ট এবং এই সিরিজ জিততে চাই৷ এর থেকে বেশি কিছু ভাবছি না৷’

গত শ্রীলঙ্কা সফর থেকে ভারতীয় দলের কোচের দায়িত্বে গৌতম গম্ভীর। তার সঙ্গে অভিষেক নায়ার এবং রায়ান আছেন ভারতের সহকারী কোচ হিসেবে। বোলিং কোচ হিসেবে মর্নে মর্কেল যোগ দিয়েছেন বাংলাদেশ সিরিজের ঠিক আগে। দলের কোচিং স্টাফ নিয়ে রোহিত বলেন, ‘গম্ভীর, নায়ারকে আমি খুব ভালোভাবেই চিনি। মর্কেলের বিপক্ষে অনেক কঠিন ম্যাচ খেলেছি। রায়ানের সঙ্গে যদিও খুব বেশি কাজ করিনি। তবে শ্রীলঙ্কা সফরে ওকে দেখে খুব মিশুক মনে হয়েছে। সব কোচের কাজ করার একটা ধরন থাকে। ১৭ বছর ধরে ক্রিকেট খেলছি। অনেক কোচের প্রশিক্ষণে খেলেছি। সকলের নিজস্ব চিন্তাভাবনা থাকে। সেই অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হয়। পারস্পরিক বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ।’

এদিন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার কেএল রাহুলকে নিয়েও আলাদা করে বললেন রোহিত। তিনি বলেন, ‘বিশ্বে খুব কম ক্রিকেটারই রয়েছে, যারা সারা জীবন ফর্মে থাকে। খুব কম ক্রিকেটারের কোনো সমস্যা থাকে না জীবনে। এমনটা খুব কমই হয়। বেশিরভাগ ক্রিকেটারের জীবনে চড়াই-উৎরাই থাকে। ক্যারিয়ারে কখনও ভালো হয়, কখনও খারাপ। তাই সবচেয়ে ভালো হচ্ছে নিজেকে বুঝে চলা। নিজের ওপর প্রত্যাশার চাপ তৈরি না করা। রাহুল কেমন ক্রিকেটার সেটা সবাই জানে। আমরা রাহুলকে সব ম্যাচে খেলাতে চাই। সেটা ওকে বলা হয়েছে। আমরা চাই ওর মধ্যে থেকে সেরাটা বার করে আনতে।’

উল্লেখ্য, ১৯ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকালে ১০টায়। এরপরেই টি-টোয়েন্টি সিরিজ। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাবার মৃত্যুতে বিশ্বকাপ রেখেই দেশে ফিরলেন পাকিস্তান অধিনায়ক

টেনিস থেকে অবসরের ঘোষণা রাফায়েল নাদালের

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি ব্রুকের 

বাফুফে নির্বাচন: সভাপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন তাবিথ আউয়াল

টি-টেনে বাংলা টাইগার্সের আইকন প্লেয়ার হিসেবে খেলবেন সাকিব

দেশি কোচ নিয়ে তামিমের মন্তব্যের জবাবে যা বললেন সালাউদ্দিন

ভারতের বিপক্ষে হারের দায় মিরপুরের উইকেটকে দিলেন তাসকিন

আবারও ব্যাটিং ব্যর্থতা, টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

ছাত্র আন্দোলনে নিজের নীরবতায় ‘দুঃখিত’ সাকিব রাজনীতিতে নামার ব্যাখ্যাও দিলেন

এই বিভাগের সব খবর

শিরোনাম :