আবরার হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি কবে? যা জানালেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ১৫:১৪
অ- অ+

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও হাইকোর্টে আসামিদের দায়ের করা আপিলের শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এই কথা জানান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘আপিলের পেপার বুক প্রস্তুত করে দ্রুত হাইকোর্টে শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। অবকাশকালীন ছুটি শেষেই মামলাটির আপিল ও ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেওয়া হবে।’

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের সিঁড়ি থেকে বুয়েটের ইলেকট্রিকাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চকবাজার থানায় একটি মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ওই মামলার বিচার শেষে ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

বুয়েট শিক্ষার্থী আবরারকে হত্যার ঘটনা সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই হত্যার বিচারের দাবিতে বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়। শিক্ষার্থীদের দাবির মুখে আবরার হত্যার পরপরই বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এইচএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা