লেবাননে প্রবাসী বাংলাদেশিদের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৪, ১৪:৫৫| আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৫:০৯
অ- অ+

লেবাননে চলমান ইসরায়েলি হামলার কারণে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ নিয়মিতভাবে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

সোমবার দূতাবাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জা‌নানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস বৈরুত নিয়মিতভাবে প্রবাসীদের সহিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। যুদ্ধের কারণে যে সকল প্রবাসী কর্মস্থল ও আবাসস্থল ত্যাগ করেছেন তাদেরকে লেবানন প্রবাসী বিভিন্ন বাংলাদেশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে তুলনামূলক নিরাপদ এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি লেবানিজ সরকার ঘোষিত আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশ দূতাবাস কর্তৃক বিভিন্ন সাময়িক আশ্রয়কেন্দ্র ও আবাসস্থলে অবস্থানকারী প্রবাসীদের কাছে খাদ্যসামগ্রীসহ অত্যাবশ্যকীয় জিনিসপত্র পৌঁছানো হয়েছে। এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও দূতাবাস বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে বিছানাপত্র, পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করেছে।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখনো কেউ আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে পৌঁছাতে না পারলে অথবা অন্য যেকোনো প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হট লাইন- ৭০৬৩৫২৭৮ এবং হেল্প লাইন- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

একই দিন অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে যারা বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র/আবাসস্থলসমূহে অবস্থান করছেন, তাদের এই সংকটময় সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য (সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৮টা-বিকাল ৪টা) যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

যোগাযোগের নম্বর

লেবানিজ রেডক্রস (শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহায়তার জন্য)- ১৪০

প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য- ৭০১২৮৭৯৩

প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিবহণের জন্য- ৮১৯৫৬৫৬২

যুদ্ধে আহত হয়ে চিকিৎসার প্রয়োজন হলে- ৭৬৭৭৭১৩৯

(ঢাকাটাইমস/৮অক্টোবর/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা