আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে ছয় দিন ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বিষয় নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (রাজস্ব) মো. ইমরান হোসেন।
তিনি জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রবিবার (১৩ অক্টোবর) পর্যন্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। পরে দুই দিন আমদানি-রপ্তানি চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৬ ও ১৭ অক্টোবর বন্দরের বাণিজ্য কার্যক্রম ফের বন্ধ থাকবে।’
সহকারী কমিশনার ইমরান হোসেন আরও জানান, ‘পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। আগামী ১৯ অক্টোবর শনিবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্যদিয়ে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।’
(ঢাকাটাইমস/১০অক্টোবর/এজে)

মন্তব্য করুন