দীপ্ত টিভির কর্মকর্তা হত্যা: গ্রেপ্তার পাঁচজনের ৪ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ১৭:৩৫| আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৭:৪২
অ- অ+

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানার এ মামলায় শুক্রবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন— মো. মির্জা আব্দুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন ওরফে মাহিম, মোজাম্মেল হক কবির ও মো. বাঁধন।

নিহতের তানজিলদের পরিবারসহ তিন জন মালিকের জমি নিয়ে ডেভেলপার কোম্পানি প্লেজান্ট প্রপার্টিজ একটি ভবন নির্মাণ করেছিল। ৯ তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিলো। প্রত্যেক জমির মালিককে সাড়ে চারটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিলো, কিন্তু নিহত তানজিলের পরিবারকে দুটি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হলেও বাকী ফ্ল্যাট দেওয়া হয়নি। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক।

গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় তানজিল ও তার বাবা বাধা দিতে গেলে ২০-২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর আক্রমণ করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তামিমের বাবা বলেন, অন্য দুই মালিকের ফ্ল্যাট বুঝিয়ে দিলেও তাদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে গড়িমসি করে প্লেজান্ট প্রপার্টিজ। দীর্ঘদিন নানা চেষ্টার পরে দুটি ফ্ল্যাট বুঝে পেলেও এখনো বাকি ফ্ল্যাট বুঝে পাননি তারা। এদিকে ডেভেলপার কোম্পানির দখলে থাকা ফ্ল্যাটে নির্মাণকাজ শুরু করে কোম্পানির কর্মচারীরা। তাতে বাধা দিতে যান সুলতান ও তার ছেলে তানজিল। কাজে বাধা দেওয়ায় ডেভেলপার কোম্পানির লোকজন তানজিলের ওপর হামলা চালায়। এতে তানজিলসহ বেশ কয়েকজন আহত হয়। পরবর্তীতে তানজিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা করেন।

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তাকে পিটিয়ে হত্যা, ৩ জন আটক

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা