দীপ্ত টিভির তামিম হত্যা: শোকজের জবাবে যা বললেন বিএনপি নেতা রবি

সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে রবিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার তাকে এ নোটিশ দিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়।
শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে রবির পক্ষ থেকে এ শোকজের জবাব সম্বলিত একটি চিঠি দপ্তর বরাবর দেওয়া হয়। রবি শোকজের জবাব দিয়েছেন বলে নিশ্চিত করলেও জবাব কি লেখা আছে তা নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখছেন দলটির দপ্তর সংশ্লিষ্টরা।
তবে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে ঢাকা টাইমসকে বলেন, জবাবে বিএনপি নেতা রবি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, মৃত তামিম স্ট্রোক করে মারা গেছেন। মেডিকেল রিপোর্টেও এসেছে। আমার কোম্পানি উল্লেখিত ভবনের আবাসন প্রতিষ্ঠান হলেও প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কোনো লোক সেখানে যায়নি। সেটি মূলত সেই আবাসনের নিজস্ব মতবিরোধ ছিল বলে শুনেছি। তারপরও যদি আমি অভিযুক্ত প্রমাণিত হই, দল যে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবে তা মেনে নিবো। তবে আমি বিশ্বাস করি নিরপেক্ষ তদন্ত হলে প্রমাণ হবে এই ঘটনায় আমি জড়িত নই।
রাজধানীর হাতিরঝিল এলাকায় প্লিজেন্ট প্রপার্টি নামে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের জেরে জমির মালিকের ছেলে তানজিল জাহান ইসলাম ওরফে তামিম (৩৪) বৃহস্পতিবার সকালে খুন হন। তানজিল ঢাকার বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা ছিলেন।
শেখ রবিউল আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে বিএনপির প্রার্থী ছিলেন।
(ঢাকাটাইমস/১২অক্টোবর/জেবি/এমআর)

মন্তব্য করুন