বিএনপি নেতা রবির সাংগঠনিক পদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১৪:০২

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করেছে করা হয়েছে।

বিএনপির দপ্তর সূত্র জানায়, এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেওয়া হয়েছে।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ধরনের ইঙ্গিত দেন।

সম্প্রতি দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় রবির নাম উঠে আসে। এর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো বিএনপি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবির সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে বলে জানানো হয় চিঠিতে।

এতে আরও বলা হয়, গত ১১ অক্টোবর রবিকে শোকজ নোটিশ দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। পরবর্তীতে শেখ রবি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক না হওয়ায় সব সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

এর আগে, ১০ অক্টোবর রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্লাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রা.) লি. নামে একটি ডেভেলপার কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দ্বন্দ্বের জেরে ডেভেলপার কোম্পানি, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

জুলাই-আগস্টের অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর মানুষ নতুন করে স্বপ্ন দেখছে: মির্জা ফখরুল 

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধ গড়ে তুলতে হবে: আমিনুল হক 

রিমান্ডে অসুস্থ জুনায়েদ আহমেদ পলক, ঢাকা মেডিকেলে ভর্তি 

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে: এবিএম মোশাররফ 

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে: আব্দুল হাই সিকদার 

গণতান্ত্রিক সরকার ছাড়া সাংবিধানিক সংস্কার সম্ভব না: আব্দুল আউয়াল মিন্টু

তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী রাষ্ট্র চলবে: টুকু

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি: সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি

জনগণের প্রতিনিধিত্বের সরকার প্রতিষ্ঠা হলে বাজার নিয়ন্ত্রণে আসবে: তারেক রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :