মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে গোলাগুলি, প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:৪০| আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৯:৪১
অ- অ+
গোলাগুলিতে নিহত যুবক শাহনেওয়াজ

ঢাকার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গোলাগুলিতে শাহনেওয়াজ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত শাহনেওয়াজ জেনাভা ক্যাম্পের ৮নং ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মৃত আবু বক্কর সিদ্দিক।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাহনেওয়াজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

নিহতের বোন নাসরিন জানান, জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এসময় তার ভাই শাহনেওয়াজ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের
ইবিতে গুচ্ছভুক্ত ‘বি ইউনিটের’ উপস্থিতি ৯৬ শতাংশ
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা