সাদা বলে পাকিস্তান ক্রিকেটের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

চলতি মাসের শুরুর দিকে সাদা বলের দুই ফরম্যাটে পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দেন বাবর আজম। দ্বিতীয় দফায় নেতৃত্ব পাওয়ার পর ছয় মাসের মধ্যেই তিনি পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর নতুন কোনো অধিনায়ক নিয়োগ দেয়া হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জেতার পর পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফর। এই দুই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। সেই সিরিজগুলো সামনে রেখে সাদা বলের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সাদা বলের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করেছে পিসিবি। আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফর সামনে রেখে এই উইকেটকিপারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে পাকিস্তান। তার ডেপুটি নির্বাচিত হয়েছেন আগা সালমান।
ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টে দলে জায়গা পাননি বাবর আজম। অথচ ওই দুই টেস্টই জিতেছে পাকিস্তান। এবার বাবর আজমকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে দল ঘোষণা করেছে পিসিবি। শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহের মত পেসারদেরও জিম্বাবুয়ে সফর থেকে বাদ দেয়া হয়েছে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফেরানো হয়েছে তিন ক্রিকেটারকেই।
অধিনায়কের দায়িত্ব পাওয়া রিজওয়ান প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, 'পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়ে দারুণ সম্মানিত বোধ করছি।' তিনি যোগ করেন, 'বৈশ্বিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটা ভাগ্যের ব্যাপার এবং নিজের সেরাটা দেওয়ার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচক, কোচ এবং আমার অসীম প্রতিভাবান সতীর্থদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। ভক্ত ও সমর্থকদের প্রত্যাশা পূরণ এবং অতিক্রম করাই আমাদের লক্ষ্য।'
প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন এই ৩২ বছর বয়সী উইকেটকিপার। পাকিস্তানের হয়ে ৭৪ ওয়ানডে ম্য্যাচে ৪০.১৫ গড়ে ২০৮৮ রান করেছেন রিজওয়ান। ৩টি সেঞ্চুরি এবং ১৩টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। ১০২ টি-টোয়েন্টি ম্যাচে ৪৮.৭২ গড়ে ৩৩১৩ রানের মালিক তিনি। নামের পাশে আছে ১টি সেঞ্চুরি ও ২৯টি অর্ধশতক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষেও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন রিজওয়ান। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তিনি। সেই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সালমান আগা।
(ঢাকাটাইমস/২8 অক্টোবর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন