ছাত্রজনতার ওপর গুলি: যুবলীগ নেতা ‘বোমা জলিল’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ১৯:৩৬
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে শরীয়তপুরের জাজিরা থানার বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জলিল মাদবর ওরফে বোমা জলিলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার সকালে রাজধানীর শাহবাগের আলপনা টাওয়ার এলাকায় থেকে র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বোমা জলিলের নেতৃত্বে তার সহযোগীদের মাধ্যমে জাজিরা এলাকায় চুরি, ছিনতাই, সম্পদ লুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। জলিলের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থানায় নাশকতা ও হত্যা চেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।

এদিন সন্ধ্যায় র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এছাড়া ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করতে আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটান এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি দেন। এসব ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন যাত্রাবাড়ী থানায় বোমা জলিলসহ ১৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫৪।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএম/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোয়াইট হাউজে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবি
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা