ছাত্রজনতার ওপর গুলি: যুবলীগ নেতা ‘বোমা জলিল’ গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে শরীয়তপুরের জাজিরা থানার বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জলিল মাদবর ওরফে বোমা জলিলকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সকালে রাজধানীর শাহবাগের আলপনা টাওয়ার এলাকায় থেকে র্যাব-১০ এর একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী বোমা জলিলের নেতৃত্বে তার সহযোগীদের মাধ্যমে জাজিরা এলাকায় চুরি, ছিনতাই, সম্পদ লুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। জলিলের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থানায় নাশকতা ও হত্যা চেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
এদিন সন্ধ্যায় র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এছাড়া ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করতে আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটান এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি দেন। এসব ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন যাত্রাবাড়ী থানায় বোমা জলিলসহ ১৪৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫৪।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এলএম/ইএস)
মন্তব্য করুন