ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত ১, আহত ৬  

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৪, ১৮:২৫
অ- অ+

ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়ক এলাকায় আজাহার সিএনজি ও পেট্রোলিয়াম ফিলিং এন্ড কনভারসন সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে হিমেল নামে এক প্রাইভেটকারচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজি অটোরিকশা লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর সেখানে থাকা তেলবাহী ট্যাংকার, একটি প্রাইভেটকার, দুইটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি অটোরিকশা আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

ওসি জানান, আনুমানিক দুপুর আড়াইটার দিকে ফিলিং স্টেশনটিতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোফাজ্জল হোসেন জানান, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

(ঢাকা টাইমস/০৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব’ 
রাঙ্গাবালীতে নিখোঁজের ১১ দিন পর ঝোপঝাড়ে থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
ড. ইউনূস ৩০ জুনের পর একদিনও দায়িত্বে থাকতে চান না: প্রেস সচিব
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা