কথিত সাংবাদিক খন্দকার আব্দুল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ব্যবসায়ীদের
ফরিদপুরের বোয়ালমারীতে সাংবাদিক পরিচয় দানকারী খন্দকার আব্দুল্লাহ তুষারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন চারটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ীরা। তাকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাতৈর বাজার বণিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
মংবাদ সম্মেলনে সাতৈর, ঘোষপুর, দাদপুর ও ময়না ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাতৈর বাজারের সার ব্যবসায়ী মিজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘অক্টোবর মাসের ১০ তারিখে রাজধানী টেলিভিশন নামে একটি আইপি টিভির সাংবাদিক পরিচয়ে সাতৈর গ্রামের সাফায়েত হোসেন সাপুর ছেলে কথিত সাংবাদিক খন্দকার আব্দুল্লাহ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে, না হলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি ধমকি দেয়।’
তাকে চাঁদা দিতে অস্বীকার করলে গত ১১ নভেম্বর সাতৈর বাজারস্থ হালিম ট্রেডার্সে বিকাল সাড়ে চারটার দিকে উপস্থিত হয়ে খন্দকার আব্দুল্লাহ ফের চাঁদা দাবি করেন এবং লাইসেন্স, কাগজপত্র দেখতে চান বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ‘এ সময় তাকে যথাযথ কর্তৃপক্ষ ছাড়া লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না চাইলে সে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে ধেয়ে আসে। এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ীরা আমাকে তার হাত থেকে রক্ষা করে। সে প্রকাশ্যে আমার প্রতিষ্ঠান বন্ধসহ হত্যার হুমকি দিয়ে চলে যায়।’
লিখিত বক্তব্য তিনি আরও বলেন, ‘আমি ছাড়াও ওই চাঁদাবাজ সাতৈর বাজারের অপর সার ব্যবসায়ী বিদ্যুৎ কুমার সাহার নিকট ৫ হাজার টাকা চাঁদা দাবি করেছে। ভাটদি বাজারের সার ব্যবসায়ী মনিরুল ইসলাম বিশ্বাস ও চিতারবাজারের সার ব্যবসায়ী আতিয়ার রহমান নান্টুকে ভয়ভীতি দেখিয়ে ১ হাজার ৫ শত ও অপর ব্যবসায়ীর নিকট থেকে ১ হাজার টাকা আাদায় করে নেয়। এ ছাড়াও যে সব ব্যবসায়ীর লাইসেন্স নেই তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করে সে।’
এ বিষয়ে বোয়ালমারী থানায় ১২ নভেম্বর একটি লিখত অভিযোগ দায়ের করেছেন মিজানুর রহমান । সংবাদ সম্মেলনে সাতৈর, ঘোষপুর, দাদপুর ও ময়না ইউনিয়নের সার ও কীটনাশক ব্যবসায়ীরা এই কথিত সাংবাদিকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ঘোষপুর ইউপির সার কীটনাশক ব্যবসায়ী রাকিবুল ইসলাম উজ্জ্বল, সাতৈর বাজারে মামুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নাসির মাহমুদ, দিশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিদ্যুৎ কুমার সাহা, কাদিরদী বাজারের সার কীটনাশক ব্যবসায়ী মো. হাসান ও বাবলু মোল্যাসহ ২০/২৫ জন সার ও কীটনাশক ব্যবসায়ী ও সাতৈর বাজারের ব্যবসায়ীরা।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/মোআ)
মন্তব্য করুন