প্রস্রাব শেষ হওয়ার পরেও ফোঁটা ফোঁটা পড়ে? কিসের লক্ষণ জানুন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৩| আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৯
অ- অ+

প্রস্রাব শেষ হওয়ার পরেও অনেক সময় কয়েক ফোঁটা দেহের বাইরে নির্গত হয়। বিষয়টি কিন্তু খুব একটা বিরল কিংবা অস্বাভাবিক নয়। অনেক সময় মূত্রনালিতে জমে থাকা মূত্রই বেরিয়ে আসে। বয়স ও স্বাস্থ্য নির্বিশেষে বহু পুরুষই এই ঘটনার সম্মুখীন হন।

এই সমস্যাকে বিভিন্ন নামে ডাকা হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয়, ‘ইউরিনারি ড্রিবল’ বা ‘টার্মিনাল ড্রিপিং’। কিন্তু কেন এমন হয়?

বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ ক্ষেত্রে বিষয়টি খুব একটা চিন্তার নয়। কিন্তু কিছু কিছু সময় এটি বিপদের সংকেত হতে পারে। মূত্রনালি সরু হয়ে গেলে অনেক সময় এই ঘটনা ঘটতে পারে। অনেক সময় নালিতে জমে থাকা তরল নির্গত হতে পারে না বলেই এমন হয়।

কোনো কোনো ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে গেলেও এই সমস্যা হতে পারে। আবার অনেক সময় প্রস্রাব শেষ হয়ে যাওয়ার পরও অনিয়ন্ত্রিতভাবে কিছুটা মূত্র বেরিয়ে আসে।

এই বিষয়টি টার্মিনাল ড্রিপিং-এর তুলনায় আলাদা। একে বলে ‘পোস্ট মিকচুরিশন ড্রিবলিং’ বা ‘পিএমডি’। পুরুষের মূত্রথলি থেকে শিশ্নমুখ পর্যন্ত যে নালি থাকে, তাকে ইউরেথ্রা বলে। এই রোগে সেই ইউরেথ্রার মধ্যে কিছু পরিমাণ মূত্র জমা হয়ে থাকে। প্রস্রাবের শেষে সেই মূত্রই বের হয়ে আসে এবং ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে।

অধিকাংশ ক্ষেত্রেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে থাকে এই সমস্যা। মূত্রত্যাগের সময় কিছু পেশির সুসংহত সংকোচন ও প্রসারণের ফলে মূত্র দেহের বাইরে নির্গত হয়। স্নায়বিক নিয়ন্ত্রণ কমে এলে কিংবা পেশিগুলো দুর্বল হয়ে গেলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।

কিন্তু কখন সাধারণভাবে বিন্দু বিন্দু মূত্র নির্গত হচ্ছে, আর কখন প্রস্টেট ও স্নায়ু বা পেশির সমস্যা থেকে এমন হচ্ছে, সাধারণ মানুষের পক্ষে তা বুঝে ওঠা কার্যত অসম্ভব। তাই এই সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয় বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধাওয়া খেয়ে পিছু হটল ভারতের চার যুদ্ধবিমান
নিজের ওপর চলা নির্যাতনের বর্ণনা দিয়ে বিচার চাইলেন রাশেদ খান
এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি
হঠাৎ 'আত্মগোপনে' পালং মডেল থানার পরিদর্শক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা