পটুয়াখালীতে অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ৯ শিক্ষার্থী

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২৪, ১২:২১| আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩২
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ শিক্ষার্থী।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের রহমতপুর জিএমএস টিসিং হোম কোচিং সেন্টারে অধ্যয়নরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল ওই শিক্ষার্থীরা কোচিং সেন্টারে অধ্যয়নের জন্য যায়। পরে রাত ৯টার দিকে শারমিন (১৪) নামে এক শিক্ষার্থীর প্রথমে শ্বাসকষ্ট শুরু হয়। এসময় তার দেখাদেখি সমৃদ্ধা (১৩), ফাতিমা (১৪), ফারজানা (১৪), জেরিন (১৪), রুবা(১৪), ফাতিমা (১৩), হুমায়রা (১৫) ও মমতাজ (১৪) শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দেন। তবে তারা ঠিক কি রোগে আক্রান্ত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি চিকিৎসক।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিভিল সার্জন শংকর প্রসাদ বলেন, অসুস্থ হয়ে ৯ জন ভর্তি হয়েছে। প্রাথমিকভাবে কোনো রোগ শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি সাইকোলজিক্যাল সমস্যা বলে মনে হয়।

(ঢাকা টাইমস/২৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা