বগুড়ায় ধান ভাগাভাগি নিয়ে মারামারিতে নিহত ১, আহত ২

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:১৪| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৫:২৪
অ- অ+

বগুড়ার গাবতলীতে জমির ধান ভাগাভাগি নিয়ে মারামারিতে লাঠির আঘাতে সজল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন দুই জন।

রবিবার সকাল ৯ টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সজল ওই গ্রা‌মের মিহির খোকার ছেলে। আহত মো. সোহেল রানা (৩২) ও মো. রুবেল (৫০) একই গ্রামের বাসিন্দা। আহতরা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তেলিহারা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির জমির ধান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয়। এ সময় দু‘পক্ষের মারামারি শুরু হলে লাঠির আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। আর ছুরিকাঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করান।

গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ধান ভাগাভাগি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত পরে জানানো হবে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এমআই)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা