ভালো ব্যাটিং করেও হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪০| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭
অ- অ+

নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খেলতে নেমেই চমক দেখায় বাংলাদেশ। ব্যাটারদের সব সময় দুহাত ভরে দেয় সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। রান প্রসবা হিসেব সেন্ট কিটসের এই মাঠের সুনাম আছে। বাংলাদেশও আগে ব্যাট করে ২৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল। কিন্তু শাই হোপ ও শেরফান রাদারফোর্ডের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশকে ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়রা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ফলে হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল মেহেদি হাসান মিরাজের দল। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতছিল স্বাগতিকরাই।

সেন্ট কিটসে রবিবার (৮ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়েছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ২ রানের জন্য ফিফটি মিস করেন জাকের আলী অনিক।

এরপর বলহাতে নাহিদ-তানজিমরা দারুণ শুরু করলেও শাই হোপ ও শেরফেন রাদারফোর্ডের ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ৯৯ রানের পার্টনারশিপ গড়ে ব্যক্তিগত ৮৬ রানে হোপ বিদায় নিলেও ক্রিজে রীতিমতো ঝড় তুলে জয় সহজ করে দেন রাদারফোর্ড। দলীয় সর্বোচ্চ ১১৩ রান করে ৪৬.৪ ওভারের সময় দলীয় ২৮৮ রানে বিদায় নেন রাদারফোর্ড। এছাড়া জাস্টিন গ্রিভস করেন অপরাজিত ৪১ রান।

সৌম্যর বলে নাহিদ রানার হাতে ক্যাচ দিয়ে রাদারফোর্ড আউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ জিততে সময় নিয়েছে মাত্র ৬ বল। ফলে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবীয়রা।

টাইগারদের পক্ষে ১ টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, মেহেদী হাজার মিরাজ, নাহিদ রানা, রিশাদ হোসেন ও সৌম্য সরকার।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছিল লাল সবুজরা। সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয়দের পক্ষে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এছাড়া ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই ওয়ার্নার পার্কেই সিরিজের দ্বিতীয় ম্যাচ।

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা