ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হারের কারণ জানালেন মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৪
অ- অ+

হারের বৃত্তে বন্দী বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে ১০১ রানে জিতে জয়ের ধারায় ফিরে। লাল বলে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খেলতে নেমেই চমক দেখায় বাংলাদেশ। আগে ব্যাট করে ২৯৪ রানের সংগ্রহ নিয়েও ক্যারিবীয়দের কাছে হারে টাইগাররা। তবে ম্যাচ হারলেও ব্যাটিং নিয়ে সন্তুষ্ট অধিনায়ক মিরাজ।

সেন্ট কিটসে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচ হারলেও নিজেদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট মিরাজ। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘(স্কোর নিয়ে) হ্যাঁ, আমরা সন্তুষ্ট। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে। তারা জুটি গড়েছে। বোলাদের জন্য দিনটা কঠিন ছিল।’

বোলিংয়ে মাঝের ওভারগুলোতে উইকেট না পাওয়াই হারের কারণ হিসেবে মনে করছেন মিরাজ। তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করেছিলাম। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি। উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে।’

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা