রাতে দেশে ফিরছেন এশিয়া কাপজয়ী যুবারা

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো আসরটির শিরোপা জিতলো বাংলাদেশ।
এশিয়া কাপ জয়ের পর আজ সোমবার রাতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাত এগারোটায় এসে পৌঁছাবেন যুব দলের ক্রিকেটাররা।
চ্যাম্পিয়নদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও ডিনারের ব্যবস্থা থাকবে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিদেশে আছেন, তিনি দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারের। কত টাকা পুরস্কার ঘোষণা করা হবে, তা এখনো ঠিক হয়নি।
উল্লেখ্য, এর আগে গেল আসরে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপ উঁচিয়ে ধরেছিলেন মাহফুজুর রহমান রাব্বির দল। ওই সাফল্যের পর কাপজয়ী দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বোনাস দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এনবিডব্লিউ)

মন্তব্য করুন