বেকেনবাওয়ারের ৫ নম্বর জার্সি অবসরে পাঠালো বায়ার্ন মিউনিখ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩
অ- অ+

বায়ার্ন মিউনিখ ও জার্মানির কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এই বছরের শুরুর দিকে পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমান এই কিংবদন্তি ফুটবলার। ক্লাব ক্যারিয়ারে বায়ার্ন মিউনিখের হয়ে খেলেছেন তিনি। তার হাত ধরেই ব্যাভেরিয়ান ক্লাবটি ইউরোপের ফুটবলে পরাশক্তি হয়ে উঠেছিল।

ক্লাবের সাবেক খেলোয়াড়, কোচ এবং প্রেসিডেন্ট বেকেনবাওয়ারের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান কিংবদন্তির পরা ৫ নম্বর জার্সিকে চিরদিনের জন্য অবসরে পাঠিয়েছে তারা।

চলতি বছরের ৭ জানুয়ারি ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা প্রথম ফুটবলার ছিলেন তিনিই।

বেকেনবাওয়ারের নেতৃত্বে ১৯৭২ এ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ সালে বিশ্বকাপ জেতে জার্মানি। সেই ৭০-এর দশকেই তার হাত ধরেই বায়ার্ন মিউনিখ পরাশক্তি হয়ে ওঠে। তার নেতৃত্বে ক্লাবটি টানা তিনটি ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়ন্স লিগ) ও বুন্দেসলিগা জেতে।

খেলোয়াড়ি জীবন শেষে কোচ হিসেবেও সফল হয়েছেন বেকেনবাওয়ার। ১৯৯০ সালে তার অধীনেই বিশ্বকাপ জেতে জার্মানি। তার অধীনে বায়ার্ন মিউনিখও ১৯৯৪ সালে বুন্দেসলিগা ও ১৯৯৬ সালে উয়েফা কাপ জেতে। বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন বেকেনবাওয়ার।

ফুটবলে অবদান ও ব্যক্তিত্বের জন্য জার্মানরা ভালোবেসে বেকেনবাওয়ারকে ডাকতেন ‘ডের কাইজার’ বা ‘সম্রাট।’

ডের কাইজারের অবদান কৃতজ্ঞতায় স্বীকার করছে বায়ার্ন মিউনিখ। কিংবদন্তিকে সম্মান জানিয়ে তার ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে ক্লাবটি। রোববার (৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বায়ার্ন লিখেছে, ‘চিরদিনের জন্য আমাদের কাইজার। ফ্রানৎস বেকেনবাউয়ারের স্মরণে এফসি বায়ার্ন আর কখনও ৫ নম্বর জার্সি কাউকে দেবে না।’

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা