দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪
অ- অ+

গবেখা টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে শ্রীলঙ্কার দরকার ছিল ১৪৩ রান। হাতে ছিল ৫ টি উইকেট। তবে ভাগ্য এদিন লঙ্কানদের সহায় ছিল না। দক্ষিণ আফ্রিকার বোলিং তোপে এক সেশনও টেকেনি লঙ্কানদের প্রতিরোধ। ১৯ রানে ৫ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত প্রোটিয়াদেরর কাছে ধবলধোলাই হয়েছে শ্রীলঙ্কা। ৫ উইকেট শিকার করেছেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ।

সেইন্ট জর্জ পার্কে শ্রীলঙ্কাকে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ২৩৮ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। এতে ১০৯ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এতে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা।

আজ সোমবার ৫ উইকেটে ২০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে লঙ্কানরা। গতকাল রবিবার ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি করে উইকেটে থাকা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও উইকেটকিপার ব্যাটার কুশল মেন্ডিসের ব্যাটে লড়াই শুরু করে সফরকারীরা। আশা করা হচ্ছিল, দুই সেট ব্যাটার দলকে এগিয়ে নেবেন।

কিন্তু মাত্র ৭ রান যোগ করেই আউট হয়ে যান মেন্ডিস। দলীয় ২১৯ রানে মেন্ডিসের (৭৬ বলে ৪৬) পতন হলে ধসে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। এরপর ২৩৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। অর্থাৎ ১৯ রানের মধ্যেই ৫ উইকেট হারায় সফরকারী দল।

ফিফটি করেই (৯২ বলে ৫০) আউট হন ধনাঞ্জয়া। প্রবাত জয়সুরিয়া ১৯ বলে ৯, বিশ্ব ফার্নান্ডো ২৪ বলে ৫ ও লাহিরু কুমারা ১১ বলে ১ রান করেন।

আগের দিন ১২২ রানে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ওপেনার দিমুথ করুনারত্মে ৩ বলে ১, ওপেনার পাথুম নিশাঙ্কা ৪৪ বলে ১৮, দিনেশ চান্দিমাল ৫৭ বলে ২৯, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৫৯ বলে ৩২ ও কামিন্দু মেন্ডিস ৩৫ বলে ৩৫ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৭৬ বলে ৫ উইকেট শিকার করেন কেশব মহারাজ। ২টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন।

দুই ইনিংস মিলিয়ে মোট ৭ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন প্যাটারসন। ৩২৭ রান করে সিরিজসেরা নির্বাচিত হন টেম্বা বাভুমা।

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা