জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ২০ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, কারণ কী?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:২০| আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:২২
অ- অ+

বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এবার এক শিক্ষকসহ ২০ জনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কী কারণে তাদের অবসরে পাঠানো হলো তা জানা যায়নি।

মঙ্গলবার মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬৫তম সিন্ডিকেট সভায় তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর এ সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও ১৯ জন কর্মকর্তাকে আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত ২৬৫তম সিন্ডিকেটে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

তবে কী কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। এ বিষয়ে যোগাযোগ করেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা