শার্শা সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরের শার্শার পাচভুলট সীমান্তে বাংলাদেশ-ভারত শূন্যরেখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ৭ টার দিকে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ নদীর পাড়ে ফেলে গেছে।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তের শূন্যরেখা ইছামতি নদীর পাড়ে উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় নয় বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন