বস্তাপচা মতবাদ দিয়ে এদেশের শাসন ব্যবস্থা আর চলতে পারে না: আতাউর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৯
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার- মিডিয়া সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আতাউর রহমান সরকার বলেছেন, আগামী দিন হলো ইসলামের, মানুষের মৌলিক অধিকারগুলো একমাত্র ইসলামের মাধ্যমে পূরণ হতে পারে। বস্তাপচা মতবাদ দিয়ে এদেশের শাসন ব্যবস্থা আর চলতে পারে না। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম হলেই এদেশে শান্তি ফিরে আসবে।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা কুটি ইউনিয়ন আয়োজিত শিক্ষা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুটি বাজারে ইউপি জামায়াতের আমির হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি কবির আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, কসবা উপজেলা আমির অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সেক্রেটারি মাওলানা শিবলী নোমানী, বক্তব্য রাখেন সাবেক জেলা শিবির সভাপতি নুরুল আমিন, শিবির সভাপতি সাইফুল্লাহ, পশ্চিম থানা সভাপতি আশরাফুল ইসলাম, ইউপি বায়তুলমাল সম্পাদক হাসনাত জামান, মাওলানা মোখলেছুর রহমান, জসিম উদ্দিন, মাওলানা গোলাম মাওলা, মাওলানা আ. মতিন প্রমুখ।

আতাউর রহমান সরকার বলেন, কসবা উপজেলার যুব সমাজকে ধ্বংসের জন্য পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক দায়ী। ভারত থেকে গাঁজা, মদ, ব্যাপক চোরাচালান করে এনে তারা এগুলোকে সহজ লভ্য করে দিয়েছে। এলাকাকে করেছে আরেক টেকনাফ। অবিলম্বে মাদকসহ চোরাচালানের সাথে জড়িতদের আটক করে বিচার নিশ্চিত করতে হবে। ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা