বশেমুরবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করল কোম্পানি

হোস্টিং প্রোভাইডারের রিনিউ বিল পরিশোধ না করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কোম্পানি।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট স্থানান্তরের কাজ চলায় সাময়িকভাবে ওয়েবসাইটে বন্ধ আছে। ওয়েবসাইট হোস্টিংয়ের জন্য এতদিন যে প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল তাদের বছরে ১লাখ ৬৭ হাজার টাকা বিল পরিশোধ করতে হত। যেখানে বিডিরেন একইসেবা বিনামূল্যে দিয়ে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও বিডিরেনের সেবা নিয়ে থাকে। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন অপ্রয়োজনীয় খরচ কমাতে আগের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে বিডিরেনর সঙ্গে চুক্তি করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘খরচ কমাতে ও সাশ্রয়ী সমাধান খুঁজতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগের প্রোভাইডারের সঙ্গে চুক্তি বাতিল করে বিডিরেনের সঙ্গে নতুন করে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।’
বিডিরেন দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে একই ধরনের সেবা দিয়ে থাকে জানিয়ে তিনি বলেন, ‘বিডিরেনের সেবা আগামী ছয় দিনের মধ্যেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক এ অসুবিধার কারণে প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।’
এ সময়ে শিক্ষার্থীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এজে)

মন্তব্য করুন