মাদারীপুরে তিন খুন: ইউপি চেয়ারম্যান সুমনসহ ৬৫ জনের বিরুদ্ধে মামলা

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩১| আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:০১
অ- অ+
বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন

আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে তিনজন খুনের ঘটনায় মাদারীপুরের কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহত আতাউর রহমান আক্তার শিকদারের বাবা মতিউর রহমান।

সোমবার সকালে দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনকে। এছাড়া ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৬০ জনকে।

পুলিশ ও স্থানীরা জানান, গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) ভোরে আধিপত্য বিস্তার আর স্থানীয় কোন্দলের জেরে মাদারীপুরের বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার ও সহযোগী সিরাজ চৌকিদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

দীর্ঘদিন ধরে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও মেম্বার আক্তার শিকদারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এই তিনজন খুন হয়েছেন বলে নিহতের পরিবারের দাবি।

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বাজার-ঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যরা এলাকায় টহল দিচ্ছেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আমীন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তিন খুনের ঘটনায় নিহতের পিতা মতিউর রহমান হত্যা মামলা করেছেন। আসামিদের নাম আপাতত বলা যাচ্ছে না। কারণ এতে আসামিরা গা-ঢাকা দিতে পারে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে। প্রযুক্তির মাধ্যমেও আসামিদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তবে বাঁশগাড়ীর বর্তমান চেয়ারম্যান ও তার ভাইকে আসামি করা হয়েছে। বাকিদের নাম বলা যাবে না।’

(ঢাকাটাইমস/৩০ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা