হবিগঞ্জে কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণে নিহত বেড়ে ৪

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৫| আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯
অ- অ+

হবিগঞ্জে একটি কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। এর মধ্যে দুজন ঘটনাস্থলে এবং বাকি দুজন হাসপাতালে নেওয়া পর মারা যান। নিহতদের মধ্যে একজন প্রকৌশলী রয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ডুবাঐ এলাকায় আকিজ ভেঞ্চার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন প্রকল্পে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

নিহতরা হলেন- রিয়াজ, মাহফুজ, মিজান ও গাজী। এদের মধ্যে রিয়াজ কারখানাটিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বাকি তিনজন শ্রমিক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, বাহুবল উপজেলার ডুবাঐ এলাকায় আকিজ গ্রুপ একটি কারখানা নির্মাণ করছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্যাস সাবস্টেশনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান প্রকৌশলী রিয়াজ ও শ্রমিক মাহফুজ। মিজান ও গাজীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। মরদেহগুলো হাসপাতালের মর্গে রয়েছে।’

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি জাহিদুল ইসলাম।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
৩২ বছর পর ৩১ জুলাই হতে যাচ্ছে জাকসু নির্বাচন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা