কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৫, ২১:০৫
অ- অ+

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর। বুধবার ( জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া সদর কুমারখালী উপজেলার ৮টি ইটভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ছাড়া ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার লক্ষ্মীপুর হরিনারায়ণপুরে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার। অভিযানে এনএসআর ব্রিকসকে লাখ, ফাইভ স্টারকে লাখ, এএফএনআর ব্রিকসকে লাখ ৫০ হাজার এইচএনআর ব্রিকসকে লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে রিফাতুল ইসলাম বলেন, এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কুমারখালী উপজেলায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, ভাটার কার্যক্রমের পরিধি বিবেচনায় ইট প্রস্তুতকারক আইনে জরিমানা করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা