সংঘর্ষের পর দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, নিহত ৪

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ০৮:৩৯| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:০০
অ- অ+

ঢাকার সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যান তিনটিতে আগুন লেগে পুড়ে মারা গেছেন চারজন। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও সাত ব্যক্তি আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে তারা গিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন আরও জানান, আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বাসে আগুন লাগে। পরে ওই আগুন লাগা বাসের পেছনে থাকা আরও একটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা নেমে যান।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘বাসের পেছনের দিকে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে সিলিন্ডার বিস্ফোরণে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। পরে তা আরও একটি পরিবহনে ছড়িয়ে পড়ে। এসময় অগ্নিদগ্ধ হয়ে চারজন মারা যান।’

ওসি আরও জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
হামলা-লাঞ্ছনা, অতঃপর পুলিশের হস্তক্ষেপে বায়রার সংবাদ সম্মেলন
ইশরাককে  শপথ পড়ানো সম্ভব নয়, যদি...
কুষ্টিয়ায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা