উল্লাপাড়ায় চুরি রোধে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:১০| আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
অ- অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চুরি রোধে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন গ্রামবাসী। প্রতি রাতে ৪০ জন কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে লাঠি লাইট নিয়ে গ্রামে টহল দিচ্ছেন।

উপজেলার উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামবাসী নিজেদের সম্পদ রক্ষায় চুরি ও ডাকাতি ঠেকাতে রাত জেগে পালাক্রমে পাহারার উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক পাহারাদারের হাতেই থাকছে টর্চলাইট ও লাঠি। প্রতি রাতে পাহারার ব্যবস্থা থাকায় গ্রামের মানুষের মাঝে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকেই।

জানা গেছে, তিন উপজেলার সীমান্তবর্তী উধুনিয়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি দোকান থেকে মোটা অংকের টাকা মালামাল চুরি হয়। এছাড়া গ্রামে বহিরাগত লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় গ্রামের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে গ্রামবাসী বৈঠক করে গ্রাম পাহারার সিদ্ধান্ত নেন এবং ৪০ জন সদস্য বিশিষ্ট পনেরোটি গ্রুপ করে। প্রতি রাতে ৪০ জনের একটি গ্রুপ গ্রামে প্রবেশের রাস্তায় তল্লাশি ও পুরো গ্রামে টহল দেন। তেলিপাড়া গ্রামের হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধ হয়ে চুরি ঠেকাতে পাহারা দিচ্ছেন।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, গত কয়েকদিন আগে তেলিপাড়া গ্রামে একটি চুরির ঘটনা ঘটে। এছাড়া গ্রামে অপরিচিত লোকজনের আনাগোনা বেশি দেখতে পেয়ে তারা সবাই বৈঠক করে গ্রাম পাহারার ব্যবস্থা করেছে। রাত ১০টার মধ্যে সবাই একত্রিত হয়ে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে রাস্তার মোড় গ্রামে প্রবেশ পথে তল্লাশি এবং পুরো গ্রামে টহল দেয়। এতে মানুষের মধ্যে আতঙ্ক কমে গেছে।

তেলিপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মধূসুধন সরকার বলেন, আমরা চুরি ঠেকাতে গ্রামে পাহারার ব্যবস্থা করেছি। আমি নিজেও সবার সাথে পাহারা দিয়েছি। হিন্দু-মুসলিম মিলিত ভাবে প্রতি রাতে পাহারা দেয়া হচ্ছে। পাহারার ব্যবস্থার পর থেকে সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, শীতকালে চোরের উপদ্রব কিছুটা বৃদ্ধি পায়। তাই আমরা প্রত্যেক গ্রামের মানুষকেই সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। রাতে পাহারা দেয়া লোকজনের সাথে আমাদের সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বরতদের সার্বক্ষণিক যোগাযোগ আছে।

(ঢাকা টাইমস/১৩জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে: ডিএমপি কমিশনার
ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার
জুলাই আন্দোলনে শিশুসহ নিহত ১৪০০: জাতিসংঘের প্রতিবেদন
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পাঁচ পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা